বসন্তবেলায় সাপেদের মেলা
পলাশ-শিমুল-কৃষ্ণচূড়ায় ফোঁসফাঁস-ফোঁসফাঁস খেলা
ধর্ষিতার ন্যায় হায়েনা-ভয়
কাঁপে গেরাম-নগর
মায়ের আঁচলে এ-কোন এলিয়েন-শকুন!
তোমার বাসন্তী দ্যাশে লুটেরা দালাল
তোমার মেহদি-রং হাত, ঘুঘু-নির্জন-দুপুর
মেহগনি-বিকেল
অমল অক্ষরে সোহাগকণ্ঠ
রোদচশমার নিচে যতদূর পথ দেখিÑ
চাঁদজল-ঢেউয়ে পুকুরের পাড়, ক্ষেতের ফসল
ধানের পোয়াতি-ভারে উদ্বেল মৃত্তিকা
দুধগলা জ্যোৎস্নার চাদর
সবখানে শুধু আদিম শৃঙ্খল
তোমার স্বর্ণশরীর ছেপে নৃত্যরত দস্যুদের দল ॥
ক্রমবিন্যাসের উর্দি গায়ে গোয়েবলসÑ
অমাবস্যা-কবলিত প্রলম্বিত আকাশ
নিচে উপুড় হয়ে শুয়ে আছে বাসন্তী পৃথিবী ॥