Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

গুগলের গোপন তথ্য চুরির অভিযোগে চীনা প্রকৌশলী গ্রেফতার

গুগলের গোপন তথ্য চুরির অভিযোগে চীনা প্রকৌশলী গ্রেফতার ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত গোপন তথ্য চুরি করে চীনে পাঠানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে গুগলের এক সাবেক সফটওয়্যার প্রকৌশলীকে গ্রেফতার করা হয়েছে। লিনওয়েই ডিং ওরফে লিয়ন ডিং নামে চীনা নাগরিকের বিরুদ্ধে পাঁচ শতাধিক গোপন নথি চুরির অভিযোগ আনা হয়েছে।

৭ মার্চ (বৃহস্পতিবার) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এআই নিয়ে গোপনে কাজ করছে এমন দুটি চীনা কোম্পানিকে সহায়তা করতে লিনওয়ে ডিং এ কাণ্ড ঘটিয়েছেন।

প্রতিবেদনে মতে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এ সংক্রান্ত চারটি মামলায় ডিংকে ৬ মার্চ (বুধবার) গ্রেফতার করা হয়।
 
মামলার তথ্য অনুযায়ী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত এক প্রজেক্টে ওই ব্যক্তিকে ২০১৯ সালে নিয়োগ দেয় গুগল। ২০২২ সালের মে মাস থেকে গুগলের তথ্য নিজের ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে জমা করতে শুরু করেন তিনি।
 
মামলায় বলা হয়, ডিং এর মাঝে কয়েক মাস চীনে বেইজিং রংশু লিয়ানঝি টেকনোলজি নামের একটি কোম্পানিতে কাজ করেন এবং নিজেও একটি কোম্পানি খুলে তাতে কাজ করতে থাকেন। এই দুই কোম্পানিতে কাজ করার ব্যাপারে গুগলকে জানাননি তিনি।
 
২০২৩ সালের ডিসেম্বরে ডিংকে সন্দেহ করতে শুরু করে গুগল। আর তিনি পদত্যাগের পরিকল্পনা করার আগের দিন, এ বছরের ৪ জানুয়ারি কোম্পানিটি তার ল্যাপটপ কেড়ে নেয়।
 
গুগলের একজন মুখপাত্র হোসে কাস্তানেদা বলেছেন, ট্রেড সিক্রেট ও অন্যান্য ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ তথ্যের চুরি ঠেকাতে আমাদের কঠোর সুরক্ষা রয়েছে। তদন্তের পরে আমরা দেখতে পেয়েছি এই কর্মী অসংখ্য নথি চুরি করেছেন এবং আমরা দ্রুতই মামলাটি আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করেছি।
 
প্রতিটি অপরাধের জন্য ডিংকে সর্বোচ্চ ১০ বছরের জেল ও আড়াই লাখ ডলার জরিমানা করা হতে পারে বলে রয়টার্স জানিয়েছে।

ঠিকানা/ছালিক

কমেন্ট বক্স