Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

এক ঘণ্টা পর স্বাভাবিক ফেসবুক

এক ঘণ্টা পর স্বাভাবিক ফেসবুক
বিশ্বের বিভিন্ন স্থানের ফেসবুক ব্যবহারে সমস্যা হলেও এক ঘণ্টা পর তা স্বাভাবিক হয়েছে। ব্যবহারকারীরা জানিয়ে ছিলেন, মঙ্গলবার রাতে হঠাৎ তাদের অ্যাকাউন্ট লগআউট হয়ে যায় এবং পরে আর তারা লগইন করতে পারছেন না। তবে ফেসবুক জানিয়েছে, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ আছে, কয়েক মিনিটের মধ্যে আবার ফেসবুক চালু করা সম্ভব হবে।

ব্যবহারকারীরা জানান তারা সঠিক পাসওয়ার্ড দিয়ে লগইন করতে চাইলে এমন একটি বার্তা পাচ্ছেন, ফেসবুক প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ আছে, কিন্তু আপনি কয়েক মিনিটের মধ্যে আবার চালু করতে সক্ষম হবেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিট থেকে এ সমস্যা শুরু হয়। পরে রাত ১০টা ২০-এর দিকে স্বাভাবিক হয়।

ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা অবশ্য এ বিষয়ে কিছু জানায়নি আনুষ্ঠানিকভাবে। তারা প্রায় পঞ্চাশ মিনিটেও টুইটার/এক্সের মতো অফিসিয়াল অ্যাকাউন্টে এ বিভ্রাট বিষয়ে কিছু বলেনি। ইন্ডিপেনডেন্ট ইউকে জানাচ্ছে, এ সমস্যা বিশ্বজুড়েই হচ্ছে বলে দেখা গেছে।

তবে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

ঠিকানা/ছালিক

কমেন্ট বক্স