Thikana News
০৪ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম কাজ করছে না

বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম কাজ করছে না
বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার ডাউন হতে দেখা গেছে। হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েছেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার পর এক্স হ্যান্ডলে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।
ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না। এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে। 
তবে ফেসবুক সাইবার হামলার শিকার হয়েছে কীনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফেসবুক কর্তৃপক্ষও এখনো এ বিষয়ে কিছু জানায়নি। ধারনা করা হচ্ছে ফেসবুকের আপডেটের কারণে এ সমস্যা হতে পারে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার ব্যবহারকারীরা গতকাল মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটের দিকে তাদের অ্যাকাউন্ট থেকে হঠাৎ লগ আউট হওয়ার কথা জানিয়েছেন।
এছাড়া বিশ্বের অন্যান্য স্থানেও একই সমস্যা দেখা যাচ্ছে বলে ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই কাজ করছে না। 
তবে ঠিক কি কারণে এ সমস্যা হয়েছে তা এখনো স্পষ্ট করেনি ফেসবুক কর্তৃপক্ষ।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স