Thikana News
২২ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪


 

‘ট্রাম্প প্রেসিডেন্ট হলে মানুষের ব্যক্তিস্বাধীনতা থাকবে না

’ প্রেসিডেন্ট নির্বাচন-২০২৪
‘ট্রাম্প প্রেসিডেন্ট হলে মানুষের ব্যক্তিস্বাধীনতা থাকবে না


১৯৭৩ সালে সুপ্রিম কোর্ট অনুমোদিত রো ভার্সেস ওয়েড বাতিল এবং ইন-ভাইট্রো ফার্টিলাইজেশনের ব্যাপারে আলাবামা সুপ্রিম কোর্টের রুলিংকে কেন্দ্র করে বর্তমানে ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবির বাগ্ যুদ্ধ থেকে রীতিমতো খণ্ডযুদ্ধে লিপ্ত হয়েছে। বাইডেন ক্যাম্পেইনের পক্ষ থেকে বলা হচ্ছে, রো ভার্সেস ওয়েড আইনে মহিলাদের গর্ভপাতের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। আর এই আইনের পরিপ্রেক্ষিতেই সময়ের ভিত্তিতে অ্যাবরশন বা গর্ভপাত আইন-কানুনের মৌলিক কাঠামো প্রণীত হয়েছে। সাবেক প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টে তিনজন কনজারভেটিভ জাস্টিস নিয়োগ দেওয়ায় সুপ্রিম কোর্ট বহুল প্রচলিত রো ভার্সেস ওয়েড আইন বাতিল করেছেন। এদিকে উন্নয়ন্নশীল পর্যায়, দৈহিক অবস্থান কিংবা অন্য কোনো ধরনের আনুষঙ্গিক বৈশিষ্ট্য ছাড়াই আনবর্ন চাইল্ড (ভূমিষ্ঠ না হওয়া ভ্রূণ) সহজাত শিশু বা চিলড্রেন-আলাবামা সুপ্রিম কোর্ট এই যুগান্তকারী রুলিং প্রদান করেছেন। ওই রুলিংয়ের আওতায় ফ্রোজেন এমব্রায়োও শিশু হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর বাইডেন ক্যাম্পেইন আলাবামা সুপ্রিম কোর্টের ওই সিদ্ধান্তের জন্য সরাসরি ট্রাম্পকে দায়ী করেছে। বাইডেন ক্যাম্পের বর্ণনা অনুসারে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিযুক্ত কনজারভেটিভ জাস্টিসগণ রো ভার্সেস ওয়েড বাতিল করায় আলাবামা সুপ্রিম কোর্ট সেই দৃষ্টান্ত অনুসরণ করেছেন। অন্যদিকে জাতীয় পর্যায়ে জন্মনিয়ন্ত্রণ থেকে আইভিএফ চিকিৎসা পর্যন্ত পারিবারিক স্বাধীনতাসাপেক্ষ সিদ্ধান্তের আওতাধীন বিষয়াদি নিয়েও ম্যাগা রিপাবলিকানরা নাক গলাতে শুরু করেছেন বলে বাইডেন ক্যাম্পেইন অভিযোগ তুলেছে। ক্যাম্পেইনের অভিযোগ, ব্যক্তিবিশেষের বাচ্চা জন্মদান স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের অংশ হিসেবে তথাকথিত প্রো-লাইফ (জীবন-সমর্থক) রিপাবলিকানরা তাদের প্রিয় দম্পতিদের পরিবারের সদস্যসংখ্যা বাড়ানোর পথে বাধা দিচ্ছেন। আর বাইডেন-হ্যারিস ক্যাম্পেইন ম্যানেজার জুলি চেভেজ রড্রিগেজ বলেন, ট্রাম্প পুনর্নির্বাচিত হলে আমেরিকানদের ব্যক্তিস্বাধীনতা থাকবে না। ট্রাম্প নিজের এক্সট্রিম অ্যান্টি-ফ্রিডম অ্যাজেন্ডা (ব্যক্তিস্বাধীনতার ওপর হস্তক্ষেপ বা ব্যক্তিস্বাধীনতা ঘোরবিরোধী কর্মসূচি) দেশবাসীর ওপর চাপিয়ে দেবেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আলাবামা সুপ্রিম কোর্টের ওই নজিরবিহীন সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে আলাবামায় আইভিএফ চিকিৎসা বড় ধরনের হোঁচট খাবে। কারণ আইনগত জটিলতা ও মামলা-মোকদ্দমার আশঙ্কায় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবায় আইভিএফ প্রোভাইডারগণ এর ব্যবহার আংশিক বা পুরোপুরি বন্ধ করার পর্যায়ে রয়েছেন। অবশ্য আলাবামার স্টেট অ্যাটর্নি জেনারেল জোর দিয়ে বলেছেন, আইভিএফ প্রোভাইডার কিংবা পরিবারবর্গের বিরুদ্ধে অভিযোগ করার কোনো অভিপ্রায় তার নেই। উদ্ভূত পরিস্থিতিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইভিএফের দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। রিপাবলিকানদের উদ্ধৃতি দিয়ে ট্রাম্প বলেন, বন্ধ্যাত্ব পুরুষ ও নারীর জীবনে মারাত্মক অভিশাপ। সন্তান জন্মদানে অক্ষম দম্পতিকে সমাজে আটকুঁড়ে ধরনের গালমন্দ শুনতে হয় এবং অনেকেই তাদের যাত্রা নাস্তির কারণ জ্ঞানে চরম অবজ্ঞা করেন। তাই সন্তান জন্মদানে অক্ষম পুরুষ ও নারীরা সন্তানলাভের শক্তির আশায় যথাসর্বস্ব ত্যাগ স্বীকারে প্রস্তুত। ট্রাম্প বলেন, এ ক্ষেত্রে সন্তান লাভে উদ্্গ্রীব দম্পতিদের জন্য নতুন আশার বাতিঘর হিসেবে আবির্ভূত হতে চলেছে আইভিএফ বা ইন-ভাইট্রো ফার্টিলাইজেশন। তাই আলাবামা কোর্ট রুলিংয়ের পর বাচ্চা পেতে আগ্রহী পিতা এবং জননীদের জন্য আইভিএফ অধিকতর সহজলভ্য করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সাউথ ক্যারোলিনার রকহিলের এক বিশাল এরেনা র‌্যালিতে ট্রাম্প বলেন, আইভিএফের মতো ফার্টিলিটি (বাচ্চা উৎপাদনে সক্ষমতা) চিকিৎসাব্যবস্থা সুলভ ও সহজলভ্য করে আমরা সন্তান লাভে আগ্রহী আমেরিকান মা-বাবাদের সাহায্য প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। দম্পতিদের জন্য আইভিএফ সহজলভ্যতাকে জোরালোভাবে সমর্থন করেন বলেও ট্রাম্প বজ্রকণ্ঠে উচ্চারণ করেন। আইভিএফের সহজলভ্যতা সংরক্ষণের সহসা সমাধান খুঁজে বের করার জন্যও ট্রাম্প আলাবামার আইনসভার সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ জানান। ট্রাম্প বলেন, তিনি সর্বদা আইভিএফসহ জীবনের সপক্ষে দাঁড়াতে প্রস্তুত। রিপাবলিকান ফ্রন্টরানার ট্রাম্প বলেন, রিপাবলিকান পার্টি জীবনের অলৌকিকত্ব, পিতা-মাতা এবং তাদের শিশুদের স্বার্থে নিবেদিতপ্রাণ। আর আইভিএফ তারই গুরুত্বপূর্ণ অঙ্গ এবং রিপাবলিকান পার্টি সর্বদা তাদের সঙ্গে থাকবে। এদিকে নিকি হ্যালির হোম স্টেট সাউথ ক্যারোলিনায় জয়লাভের পর ট্রাম্পের দলীয় মনোনয়ন প্রায় চূড়ান্ত হওয়ার পথে।

কমেন্ট বক্স