Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে ইউটিউবের সাবেক সিইও’র সন্তানের মরদেহ উদ্ধার 

যুক্তরাষ্ট্রে ইউটিউবের সাবেক সিইও’র সন্তানের মরদেহ উদ্ধার  ছবি: এস্থার ওজসিকি



 
যুক্তরাষ্ট্রের এক নামকরা ইউনিভার্সিটির ডরমিটরিতে পাওয়া গেছে ইউটিউবের সাবেক সিইও সুসান ওজসিকির সন্তান মার্কো ট্রোপারের মরদেহ। ১৯ বছরের ট্রোপার ছিলেন ক্যালিফোর্নিয়াভিত্তিক ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে’র ফ্রেশার। গত মঙ্গলবার বিকেলে ইউনিভার্সিটির ‘ক্লার্ক কার ক্যাম্পাস’ অংশে ডরমিটরিতে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় বলে মার্কিন সাময়িকী পিপল’কে জানিয়েছেন ইউনিভার্সিটির একজন মুখপাত্র।

‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া পুলিস ডিপার্টমেন্ট, বার্কলে’র দেওয়া বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় আনুমানিক বিকেল চারটা ২৩ মিনিটে ট্রোপারের নিথর দেহ খুঁজে পাওয়ার পরপরই ‘তাকে বাঁচানোর প্রচেষ্টা চালানো হচ্ছে’ বলে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা বাহিনীকে জানায় ‘বার্কলে ফায়ার ডিপার্টমেন্ট’।পরে ট্রোপারকে মৃত ঘোষণা করে ফায়ার ডিপার্টমেন্ট।

তবে, তার মৃত্যুর কারণ এখনও অজানা। সেখানে কোনো আলামত মেলেনি বলে জানিয়েছে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে স্যান ফ্রানসিসকোভিত্তিক সংবাদ সাইট এসএফগেইট’কে ট্রোপারের দাদি এস্থার ওজসিকি বলেছেন, অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে ট্রোপারের মৃত্যু ঘটেছে বলে তার ধারণা।

“সে এমন এক ড্রাগ নিয়েছে, সেটার ভেতরে কী ছিল তা আমরা জানি না। তবে এটা যে ড্রাগ ছিল, তা আমরা নিশ্চিত,” বলেন তিনি।

এস্থার ওজসিকির ভাষায়, ট্রোপার ছিলেন একজন ‘গণিত প্রতিভা’।

“একজন সন্তান ও নাতির কাছ থেকে আপনি যা যা প্রত্যাশা করতে পারেন, তার সবই ছিল তার মধ্যে। আর তার প্রতিভা সত্যিই বড় পার্থক্য গড়ে দিতে পারত। এটা খুবই হৃদয়বিদারক।”

বৃহস্পতিবার দেওয়া ফেইসবুক পোস্টে এস্থার বলেন, তিনি ও বাকি পরিবার যে কষ্ট পাচ্ছেন, তা বলার মতো নয়।

“আমার দেখা সবচেয়ে দয়াশীল, স্নেহশীল, বুদ্ধিমান, রসিক ও সুন্দর মানুষ ছিল মার্কো,” লেখেন তিনি।

এস্থার বলেন, “ইউসি বার্কলের গণিত বিভাগের ছাত্র হিসেবে ও মাত্র নিজের দ্বিতীয় সেমিস্টার শুরু করেছিল। আর সেটা সে সত্যিই উপভোগ করছিল।”
‘হাউ টু রেইজ সাকসেসফুল পিপল’ বইয়ের লেখক এস্থার বলেন, “স্টার্ন হলের ডর্মে তার অনেক বন্ধু গড়ে উঠেছিল।… বাড়িতে এলে বার্কলের জীবন আর বন্ধুদের নিয়ে অনেক গল্প শোনাত সে।।”

দাদি বলেন, “মার্কোর জীবন অনেক আগেই কেড়ে নেওয়া হয়েছে।… মার্কো, আমরা সবাই তোমাকে ভালোবাসি। আর তোমাকে যে কতোটা মিস করব, তা তুমি কখনো জানবে না।” এ বলে নিজের পোস্ট শেষ করেন এস্থার।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স