Thikana News
২২ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪


 

যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেবে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেবে যুক্তরাষ্ট্র


জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছে আলজেরিয়া। তাদের এই খসড়া প্রস্তাব মঙ্গলবার ভোটে তোলার আহ্বান জানিয়েছে দেশটি। কিন্তু তার আগেই যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিষয়ে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। বলেছে, তারা প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবে। যুক্তরাষ্ট্রের দাবি, শত্রুতা বন্ধের জন্য ওয়াশিংটন যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে তা এর ফলে বিপন্ন হতে পারে। এ খবর দিয়ে অনলাইন আরব নিউজ বলছে, দুই সপ্তাহেরও বেশি আগে খসড়া প্রস্তাবটি উত্থাপন করেছে আলজেরিয়া। তাতে গাজায় অবিলম্বে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আহ্বান করা হয়েছে। দ্রুত গাজায় বাধাহীন ত্রাণ দেয়ার কথা বলা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য আলজেরিয়া। তাদের প্রস্তাবের জবাবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বিবৃতিতে বলেছেন, এই খসড়া প্রস্তাব সমর্থন করে না ওয়াশিংটন।

ফলে প্রস্তাবটি গৃহীত হবে না। এখানে উল্লেখ্য, সংখ্যাগরিষ্ঠ দেশগুলো সমর্থন করা সত্ত্বেও এর আগে দু’বার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্য দুটিতে ভোট দেয়া থেকে বিরত ছিল।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স