নুশরাত রুমু
যদি ভালোবাসতে দাও,
পৃথিবীর সমস্ত পুরুষের ভালোবাসা প্রত্যাখ্যান করব।
তাজমহল দেখতে যাব না গাঙচিল পাখায় চড়ে,
ত্যাগ করব ঝুলন্ত উদ্যানে বেড়ানোর অভিলাষ।
যদি ভালোবাসা পাই,
জীবনের নিশ্চিত সুখ তুচ্ছ করব
পৃথিবীর সকল ঐশ্বর্যকে পায়ে ঠেলব
স্বর্গীয় দূতকেও ফিরিয়ে দেব অবহেলায়।
যদি বলো ভালোবাসি!
অনিদ্রাকে রাতের সঙ্গী বানাব
দুঃখের সাথে আপস করে নেব
দারিদ্র্যকে আলিঙ্গন করব নির্দ্বিধায়
যদি আবেশে জড়িয়ে নাও,
নিজেকে তোমার মাঝে সমর্পণ করব
প্রেমের দেবী ভেনাসকে হারিয়ে সম্রাজ্ঞী হব
তোমাতে মিশে গিয়ে অমর হয়ে রব।