Thikana News
০৭ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৭ জুলাই ২০২৪

প্রেমের বাঁশরি বাজে

প্রেমের বাঁশরি বাজে
মমতা মজুমদার


সরষের হলদেটে মধুর নির্যাসে,
প্রাণ কেড়েছে আজি মাতাল করে।
পৌষের হিমায়িত গাঁয়ের পথে পথে
হেঁটে চলেছি এক পল্লিবালিকার সাজে।
মেঠোপথ আমায় বারে বার মুগ্ধ করে
আমি থাকি প্রকৃতির প্রেমসাগরে ডুবে।
কেউ কথা না কয়, কথা বলি পাখির সাথে।
নীরবে নিভৃতে বয়ে যাওয়া ওই নদীটির বুকে
খেলেছি আমার শৈশবের দুরন্ত দিনের শেষে।
এখনো ফড়িং হয়ে, উড়ে যাই মনের ঘুড়ি দৌড়ে।
আমি তো মিশে আছি ঢেউ-তোলা বাতায়ন খুলে।
সবুজের বুকে প্রেমের বাঁশরি বেজে ওঠে ধীরে;
কুয়াশার ঘাসে বসে আমায় বলেছিল হেসে হেসে
ও মেয়ে তোমার ভালোবাসায় মুগ্ধতা আছে বেশ মিশে।
প্রকৃতি নিয়েছে তোমায় আপন করে রোজ ভালোবেসে।
আমি অবাক বিস্ময়ে চেয়ে থাকি, তার অপরূপ সাজে!
মুগ্ধ হই বারবার প্রতিটি ঋতুতে, এই নয় এতটুকু মিছে।

 

কমেন্ট বক্স