মনজুর কাদের
নিজের ভাষার আগেই ওরা
পরের ভাষা শেখে
মায়ের ভাষা পড়তে ওদের
কেউ বলে না ডেকে
দাওয়ার পাশে সটান করে
মাদুর পেতেছে
খোকা খুকু পড়ছে ঢুলে
আলিফ বে তে ছে
সামনে ভীষণ রাগী হুজুর
হাতে পুণ্য বহি
হরফ হলো আরব দেশের
পড়তে হবে সহি
অকারণে ক্ষেপেই থাকেন
রাগ হুজুরের ভারি
মশকো খানিক বেতাল হলেই
সপাং বেতের বাড়ি
আপন ভাষায় নেই যে কারো
এতটুকুন গরজ
করল কারা সবার আগে
পরের ভাষা ফরজ
বিদ্যালয়ে পড়তে যাওয়া
চিত্ত দোদুল দুল
কেউ ধরিয়ে দেয় না ওদের
উচ্চারণের ভুল
যত্নবিহীন চলছে সবই
এক গতিতে ফি সন
শুদ্ধ ভাষায় চলছেও না
বেতার টেলিভিশন
কিশোর ছিলাম যুবক ছিলাম
বৃদ্ধ হলো দেহ
মায়ের ভাষা শুদ্ধ পড়ায়
মন দিল না কেহ
অন্য সকল দেশের ভাষাই
শুদ্ধ করে গেলায়
মাতৃভাষাই থাকছে কেবল
চরম অবহেলায়