লাবলু কাজী
ফিরতি নৌকা ভাটির টানে করে পারাপার
ঘূর্ণিঝড়ের উতলা হাওয়া বহে নিরন্তর
জীবনদোলা খুশির নাচন ঘুরিয়া-ফিরিয়া দেখায়
এমনি ধারায় বহমান জীবন, বাকি রইল যেতে কোথায়?
চকিত চাহনি চাতক পাখি বড়ই নির্জনে একা
বসিয়া বাতায়নে নীরব দুপুরের খরায়
জীবন সার্কাস দেখনে বিধবাবালা নয়নে
জীবন পুড়িল, যৌবন মরিল বিভূতিভূষণ গাঁয়।
চিন্তা জীবন, চিন্তা মরণ হরিলুট ভব সংসার
লুটিয়া পটিয়া নতজানুতে ভিক্ষা ক্ষমায় দয়াল দাতা
নাগাল না পায় তোমায় ভুক্তভোগী যারা
তৃষ্ণা কিবা মিটিল, না মিটিবে পিপাসার্ত তারা।
নদী শুষ্ক চর বালি ধূলায় ধূসর সারা গাঁ
খাটো মন, ভুবন নিষ্ঠুর কাড়িয়া নিল সব
বাঁচি না এমন চাই না জীবন চল চলে যাই
জিজ্ঞাস্য জন যাব তাহলে কোথায়
বলি কহি মন আপন একটি মঙ্গল গ্রহ এনে দাও...
-নিউইয়র্ক, ৪ ফেব্রুয়ারি ২০২৪