Thikana News
২২ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪


 

কানসাসে ‘সুপার বৌলের’ মিছিলে গুলি : নিহত ১, আহত ২১

কানসাসে ‘সুপার বৌলের’ মিছিলে গুলি : নিহত ১, আহত ২১ ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে সুপার বৌলের বিজয় মিছিলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। আহতদের অধিকাংশই শিশু। স্থানীয় সময় গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) এই হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ১২ জনকে কানসাসের চিলড্রেনস মারসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১১ জনই শিশু। এই শিশুদের মধ্যে ৯ জন গুলিবিদ্ধ হয়েছে। এমন এক সময়ে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে, যখন সুপার বৌলজয়ী দল কানসাস সিটি চিফসের খেলোয়াড়েরা তাদের বিজয় উদ্‌যাপন করছিলেন।

পুলিশ জানিয়েছে, এই গোলাগুলির ঘটনা ৩ ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাদের নাম-পরিচয় বা কেন এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ। হতাহতের ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

কানসাসের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান রস গ্রুন্ডিসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আহতদের মধ্যে অনেকেই মৃত্যুঝুঁকিতে আছেন। ঘটনাস্থল থেকে ৮ জনকে আমরা গুরুতর মৃত্যু ঝুঁকিতে থাকা অবস্থায় উদ্ধার করি। আরও ৭ জনের অবস্থা ছিল অনেক বেশি গুরুতর, বাকি ৬ জন সামান্য আহত হয়েছে।’

এদিকে কানসাসে বন্দুকধারীর হামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন নাগরিকদের অস্ত্র নিষিদ্ধ করার জন্য কংগ্রেস যে আহ্বান জানিয়েছে, তা সমর্থন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কানসাস সিটিতে সুপার বৌল প্যারেডে ভয়াবহ গুলির ঘটনা তার মনে ‘গভীর দাগ কেটেছে।’

হোয়াইট হাউসের এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘আজকের ঘটনা আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। আমরা হতবাক, আমরা লজ্জিত।’ বিবৃতিতে তার সরকার ব্যক্তিগত পর্যায়ে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ বা সীমিত করার যে চেষ্টা করে যাচ্ছে, তা সমর্থন করতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতিবছর জাতীয় পর্যায়ে যে ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়, তা সুপার বৌল নামে পরিচিত।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স