Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


বিগ টিকিট র‍্যাফেল ড্র: ভারতীয় প্রবাসী জিতলেন গ্র্যান্ড প্রাইজ 

বিগ টিকিট র‍্যাফেল ড্র: ভারতীয় প্রবাসী জিতলেন গ্র্যান্ড প্রাইজ 



 
রাজীব আরিকাত্ত, একজন আল আইনভিত্তিক আর্কিটেকচারাল ড্রাফটসম্যান সিরিজ ২৬০ বিগ টিকেট র‌্যাফেল ড্র-এ ভাগ্যবান বিজয়ী হিসেবে মনোনীত হয়েছেন। তিনি ১৫ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছেন। বিগ টিকিটের কর্মকর্তারা যখন তাকে ডেকেছিলেন তখন রাজীব বলেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না।
 
গ্র্যান্ড প্রাইজ জেতা তার অধরা  স্বপ্নের মতো ছিলো। ভারতীয় এই প্রবাসী গত তিন বছর ধরে টিকিট ক্রয় করছেন। রাজীব তার স্ত্রী এবং তাদের পাঁচ  ও  আট বছর বয়সী  দুই সন্তানকে নিয়ে এখানে থাকেন। অনলাইনে কেনা তার মূল্যবান টিকিটটি  রাজীব  অনলাইনে ২০ জন ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করেছেন।
সূত্র : গালফ নিউজ

ঠিকানা/এসআর
 

কমেন্ট বক্স