Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


পাক স্বাস্থ্যমন্ত্রীকে ইমরান খানের ১০ বিলিয়ন রুপির মানহানি নোটিস 

পাক স্বাস্থ্যমন্ত্রীকে ইমরান খানের ১০ বিলিয়ন রুপির মানহানি নোটিস 



 
পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেলকে মানহানির নোটিস পাঠিয়েছেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। নোটিসে ইমরান অভিযোগ করেছেন, স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির তাকে নিয়ে অন্যায়, ভিত্তিহীন, মিথ্যা, বিভ্রান্তিকর, ভুল এবং মানহানিকর মন্তব্য করেছেন। এ জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নইলে তিনি মন্ত্রীর বিরুদ্ধে ১০ বিলিয়ন রুপির মানহানি মামলা করবেন। এ খবর দিয়েছে করাচিভিত্তিক গণমাধ্যম ডন।

খবরে জানানো হয়, গত ২৬শে মে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইমরান খানের মেডিকেল রিপোর্ট নিয়ে ওই ‘অবমাননাকর’ মন্তব্য করেন আব্দুল কাদির। ইমরান খানের দাবি, তার মেডিকেল রিপোর্ট পুরোপুরি তার ব্যক্তিগত গোপনীয়তার বিষয়। সেটিকে প্রকাশ্যে এনে মিথ্যাচার করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সেদিন স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, ইমরান খানের পায়ে কোনো ক্ষত নেই। তার রক্ত পরীক্ষা করতে গিয়ে এতে এলকোহল এবং অবৈধ মাদকের অস্তিত্ব পাওয়া গেছে। পাশাপাশি ইমরান খানের মানসিক ভারসাম্য নিয়েও প্রশ্ন তোলের পাক স্বাস্থ্যমন্ত্রী।

ওই ঘটনাতেই ক্ষিপ্ত হয়েছেন ইমরান খান।

তিনি নোটিসে বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে অবশ্যই তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তিনি যেভাবে সংবাদ সম্মেলন করে আমাকে নিয়ে মিথ্যাচার করেছেন, তার ক্ষমা চাওয়ার ধরনও একদম সেরকমই হতে হবে। তাকে স্বীকার করতে হবে যে, তিনি মিথ্যা বিবৃতি দিয়েছেন। আর যদি তিনি তা না করেন, তাহলে তার বিরুদ্ধে ১০ বিলিয়ন রুপির মানহানি মামলা করা হবে। 
ইমরান খান আরও জানান, ওই অর্থ তিনি শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে দান করে দেবেন। ভবিষ্যতে যাতে আব্দুল কাদির এ ধরণের অবমাননাকর বিবৃতি দেয়া থেকে বিরত থাকেন সেই কথাও বলা হয়েছে ইমরানের ওই নোটিসে। মন্ত্রীকে ইমরান খান ১৫ দিন সময় দিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য। এরপরই তিনি আইনি ব্যবস্থা নেবেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স