আনজানা ডালিয়া
দায়বদ্ধ জীবন পাশে রেখে আহ্লাদী আবেগে
পিছুটানকে অন্ধকার কুয়াশায় ফেলে এগিয়ে যায়
ব্যাগে ভরে নিয়েছে নাটকের শটগুলো।
বিলাসী মন সলতেহীন লণ্ঠন এখন
নেশায় বিভোর মন দিব্য সুখে রমণে ব্যস্ত
মৌনতায় সুখী, অন্তর্মুখী।
প্রকৃতির স্বচ্ছতা দেয় শূন্য জীবনে পূর্ণতা।
ভবঘুরে মরা মনটা তাকায় আকাশগঙ্গার ওপাড়ে।
উড়ে যাওয়া পাখিটির ঠোঁটে দেখা মেলে বিচ্ছেদী বীণ।
দূর্বার উচ্ছ্বাসে ভেসে গেছে মনের কোণে জমানো অনাহূত ভালো লাগা।