Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ভালো লাগার গ্রাম

ভালো লাগার গ্রাম
সুজন দাশ

সকালে পাখির ডাক লাগে সুমধুর,
জেগে উঠি ঘুম ভেঙে শুনে সেই সুর!
জানালার ফাঁক গলে ঢুকে গেলে রোদ,
ভালো লাগা ছুঁয়ে যায় জাগে সুখবোধ!

শান্ত শীতল বায়ু ধীরলয়ে বয়,
ফুলের গন্ধে মন লাগে মধুময়।
মৌমাছি গুনগুন গায় গলা খুলে,
প্রজাপতি চুপি চুপি বসে রয় ফুলে!

শাখে শাখে ফুল হাসে গায় পাখি গাছে,
সবুজ পাতারা সব আলো মেখে নাচে!
ফড়িংরা দল বেঁধে ওড়ে ঘাসে ঘাসে,
বাতাস আসলে দোলে উল্লাসে ভাসে!

গাঁয়ে এলে ডানা মেলে ওড়ে যেন মন,
ভালো লাগা দেয় এনে সুখেদের ক্ষণ!
দু’চোখ জুড়িয়ে দেয় মাঠে মাঠে ধান,
ভালো লাগে বোষ্টমী বাউলের গান।

উদাসী ভাবনা মনে এনে দেয় বেশ,
অন্তরজুড়ে থাকে মমতার রেশ!
নিঃশ্বাসে প্রশ্বাসে খুঁজে পাই সুখ,
চোখে ভাসে প্রিয়জন চাষিদের মুখ!

কমেন্ট বক্স