আহম্মদ হোসেন বাবু
সন্ধ্যাপ্রদীপের আলো ঘরে ঘরে জ্বালো
কুয়াশায় কত আর ঢাকবে অরুণিমা?
আকুলিবিকুলি রেখে হাত ধরো সীমা
এই শীতে কাচ্চাবাচ্চা ঘরে থাকা ভালো।
আসছে ঋতুরাজ তবু মুখ কেন কালো?
সব কাজ ফেলে রেখে যাবে আকলিমা
যদি তুমি চাও তবে যেতে পারে রিমা
জ্বালো আরও আলো জ্বালো কণ্ঠে সুধা ঢালো।
সাগর সঙ্গমে যাব মনে নিয়ে আসা
চোখের তারায় আজ স্বপ্নজাল মেলে
পরিযায়ী পাখি সব ঘরে ফিরে যায়
আসন্ন বসন্তে ওরা বাঁধবে এক বাসা
আসঙ্গলিপ্সায় দিন যাবে হেসেখেলে
পঙ্তি সাজে বাজনা বাজে বৃন্দা গান গায়।