Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

মোটরসাইকেল দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর প্রাণ গেল

মোটরসাইকেল দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর প্রাণ গেল ছবি : সংগৃহীত
মোটরসাইকেল দুর্ঘটনায় অভিজিৎ হালদার অভি নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণ-রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী। অভির বাড়ি পিরোজপুর জেলায়।

আজ ১৯ জানুয়ারি (শুক্রবার) মাওয়া যাওয়ার পথে শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে। তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী অনন্যা হালদার অন্তুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, মাওয়া যাওয়ার পথে শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে। অভি দুর্ঘটনাস্থলেই নিহত হয়। আর অন্তুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। অন্তুকে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে আর অভির মরদেহ হাইওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে আমাদের কাছে হস্তান্তর করে।

এদিকে অভির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। আর গুরুতর আহত অপর শিক্ষার্থী অন্তুর দ্রুত সুস্থতার জন্য সবার প্রার্থনা কামনা করেছেন তারা।

ঠিকানা/ছালিক

কমেন্ট বক্স