Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


রুহ আফজা

রুহ আফজা



 
লাবলু কাজী

চলে যেতে হয় চলে যায়
থেমে থাকা ট্রেনের ফের যাত্রা
গন্তব্য অজানা অচেনা অফুরন্ত
কল্পনা নীল আকাশ, মিথ্যে মায়া মরীচিকা।
পার্থক্য ধাঁধায় বাধায় অনিচ্ছায়
জল্লাদ নিয়ে যায় জোরে টাগরায়
পেছনে স্যুট টাইয়ে জবরদস্ত ম্যাজিস্ট্রেট
সবকিছুরই হুকুমদাতা মেহেরবান, আল্লাহ...
রুহ আফজা পাপ-পুণ্যির বার্ধক্য
শরীরী নিদ্রার ঘুমঘোরের জাগরণ
বাড়ায় জীবনবোধের আড়ম্ভরতা
পাই না পাই লটারি খেলার ধন্য বারতা...
 

কমেন্ট বক্স