থাইল্যান্ডের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে দেশটির সুফান বুরি প্রদেশের প্রত্যন্ত একটি এলাকায়। রাজধানী ব্যাংকক থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত ওই কারখানাটি। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, বিস্ফোরণের কারণ কী তা এখনও জানা যায়নি। সুফান বুরির স্থানীয় উদ্ধারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণস্থলের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, একটি খালি ধান ক্ষেতের পাশে ধ্বংসাবশেষ এবং মানবদেহের ক্ষতবিক্ষত অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যাচ্ছে।
সামনের ফেব্রুয়ারি মাসে চীনা নববর্ষ উদযাপিত হবে। এটি চীন ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। এই নববর্ষের আগে আতশবাজির চাহিদা বেড়ে যায়। তাই কারখানাগুলোতে আতশবাজির উৎপাদনের চাপ বেড়েছে। 
আঞ্চলিক গভর্নর গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কাউকে জীবিত পাওয়া যায়নি।
গত বছরের জুলাইয়ে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি আতশবাজির কারখানায় একই ধরনের দুর্ঘটনায় ১০ জন নিহত হন।
ঠিকানা/ছালিক
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
