পাকিস্তানের একটি আদালত  দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে  ইসলামি আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছে । অভিযোগ, তাদের ২০১৮ সালের বিয়ে আইনি নিয়ম লঙ্ঘন করেছে যেখানে একজন নারীর পুনর্বিবাহের আগে তিন মাস অপেক্ষা করার বিধান দেওয়া আছে।
 
খান অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনজীবী, ইন্তিসার পাঞ্জুথা প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলাটিকে  অযৌক্তিক বলে অভিহিত করে বলেছেন, এটি খানকে আগামী মাসে অনুষ্ঠিতব্য পাকিস্তানের সাধারণ নির্বাচন থেকে দূরে রাখার রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা ।
খানের স্ত্রী বুশরা বিবি যিনি একজন আধ্যাত্মিক নিরাময়কারী এর আগে খাওয়ার মানেকা নামে একজনের সাথে বিয়ে হয়েছিল যিনি দাবি করেছেন যে তারা খানের ১ জানুয়ারী, ২০১৮ এর বিয়ের তিন মাসেরও কম সময় আগে ২০১৭ সালের নভেম্বরে বিবাহবিচ্ছেদ করেছিলেন।  যদিও বিবি জানিয়েছেন, তার তালাক হয়েছিল ২০১৭ সালের আগস্টে।খান আগে সোশ্যালাইট জেমিমা গোল্ডস্মিথ এবং সাংবাদিক রেহাম খানকে বিয়ে করেছিলেন। খান এবং তার বর্তমান স্ত্রী বুশরা বিবি উভয়েই অস্বীকার করেছেন যে তারা তিন মাসের অপেক্ষার মেয়াদ লঙ্ঘন করেছেন। অপেক্ষার এই সময়কাল ইসলামিক আইনের একটি বিধান যা পাকিস্তানের আইনে আছে।
মঙ্গলবার যখন রাওয়ালপিন্ডির গ্যারিসন শহর আদিয়ালা কারাগারে বিচারক তাকে অভিযোগ পড়ে শোনান তখন খান জানান তিনি দোষী নন। অভিযোগের সময় বিবি উপস্থিত ছিলেন না, যদিও তিনি আগে অভিযোগ অস্বীকার করেছেন।খানের আইনজীবী পাঞ্জুথা বলেছেন-সবাই জানে তাকে নির্বাচনী দৌড় থেকে দূরে রাখার জন্য ভুয়া মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং কারাগারে রাখা হয়েছে। তবে পাকিস্তানের মানুষ আশা ছাড়ছেন না। ইমরান ২০২২ সালের এপ্রিলে সংসদে অনাস্থা ভোটে  ক্ষমতাচ্যুত হন। বর্তমানে একটি দুর্নীতির মামলায় কারাগারে। খান ১৫০টিরও বেশি মামলায় জর্জরিত হয়েছেন, যার মধ্যে  মানুষকে সহিংসতায় প্ররোচিত করাও অন্তর্ভুক্ত।
মে মাসে দেশব্যাপী দাঙ্গার সময় খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির সমর্থকরা রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরে সামরিক সদর দফতরে হামলা চালায়, পূর্ব পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালিতে একটি বিমান ঘাঁটিতে হামলা চালায় এবং রাষ্ট্র পরিচালিত রেডিও পাকিস্তানের একটি ভবনে আগুন লাগিয়ে দেয়।
 
সেই সময়ে সুপ্রিম কোর্ট খানকে মুক্তি দিলে তখনই সহিংসতা কমে যায়। 
পুলিশ রাওয়ালপিন্ডি শহরে মে মাসে জনগণকে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে খান মিত্র শেখ রশিদ আহমেদকেও গ্রেপ্তার করেছে। আহমেদ তার ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত খানের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্র :  এবিসি নিউজ
ঠিকানা/এসআর
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
