পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের সবচেয়ে বড় চোর বলে কটাক্ষ করলেন। আজ ১৬ জানুয়ারি (মঙ্গলবার) সচিবালয়ে তিনি বলেন- ‘বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে চোর-চোর-চোর। কিন্তু ওরা সবচেয়ে বড় চোর।’
মমতা বলেন- বড় বড় ডাকাত, বড় বড় গুন্ডা, বড় বড় ক্রিমিন্যাল এজেন্সিদের প্রোটেকশনে আছে। এজেন্সিরা আজ বাঁচাচ্ছে। তিনি বলেন, ‘তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মমতা সাফাই দিয়ে বলেন, আমার পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল কেটে যেতে পারে। একটা ছোট্ট ঘটনার জন্য নিশ্চয়ই সবাই খারাপ নয়। আজ পর্যন্ত আমায় যদি কেউ বলে, আমি চায়ের দোকানে চা খেয়ে এক পয়সা দিইনি, তাহলে আমি (মুখ্যমন্ত্রী পদ) ছেড়ে দেব।’
ঠিকানা/ছালিক
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
