চারপাশে ছুটছে অজস্র গাড়ি। এর মাঝেই মোটরসাইকেল চালাচ্ছেন এক যুবক। আর সামনে বসেই তাকে চাদরে জড়িয়ে রেখেছেন প্রেমিকা। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তরুণ-তরুণীদের বিভিন্ন ধরনের ভিডিও নজরে আসে। কখনো মেট্রোতে, আবার কখনো মোটরসাইকেলে যুগলদের ঘনিষ্ঠ দৃশ্য নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এবার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, তরুণ-তরুণী কারও মাথায় হেলমেট নেই।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে, ঘনিষ্ঠ অবস্থাতেই মোটরসাইকেলে চলেছেন তরুণ-তরুণী। সেই সময় পাশের একটি গাড়ি থেকে দৃশ্যটি ক্যামেরাবন্দী করা হয়। যদিও ভিডিওতে দুজনের কারও মুখ স্পষ্ট দেখা যায়নি। মুম্বাই পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মোটরসাইকেল চালানোর সময় যেভাবে তারা রোমান্সে মত্ত ছিলেন, তাতে যেকোনো মুহূর্তে বড় বিপদ হতে পারত। তাই ওই যুগলের কড়া শাস্তি চেয়েছেন অনেকে।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


