জর্জেস মোহাম্মদ
ঘন বাদলেরে কহিও না আজ রহিতে,
প্রেয়সী বাদল, থাকুক শুধু বহিতে।
বরষনে ঘন সবুজ বন ভিজায়ে,
ভিজায়ে মন, চন্দন ধূপ সাজায়ে।
পাতাঢাকা পাখি, জড়োসড়ো পরিবার,
সুখ খুঁজে নেয়, সংগীতহীন সংসার।
খোলা জানালায়, দূরে দেখা যায় পাখিরে,
ভেজা দুটি আঁখি, খুঁজিছে দুটি আঁখিরে।
এমনো বাদল দিনে, ভিজায়ো না কভু আঁখিরে,
চাহিতে মন চায়, খোলা জানালার বাহিরে।
দশদিগন্ত ভেজা, ডুবে আছে ভাবনায়,
সুখ দুখ সখী জড়িয়েছে বাদল সন্ধ্যায়।
ঘর ছিল কাল এই ভিটেতে, বুকে জড়ায়ে সুখ,
প্রদীপজ্বালা সন্ধ্যাবেলা, বধূর মলিন মুখ।
প্যাঁচক পাখি ডাগর আঁখি, তাকিয়ে আছে আজো,
ঘরে ঘরে আলো, প্রতিমা সাজায় সাজো।
নাহি কোলাহল, আকাশ ভূমিতে জল বরষন,
এই মধুক্ষণ খুঁজেছে আপন, নয় প্রহসন।
ঘন বাদলেরে কহিও না আজ রহিতে,
প্রেয়সী বাদল থাকুক শুধু বহিতে।