Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

স্তন্যপানে

স্তন্যপানে
নদী মিশে সাগরেতে
বহিয়া বহিয়া উজান ভাটিতে
স্তন্যপানে মাতৃ, বাঁচে নবজাতক
নির্গত পতিত একই তলে,
জীবনধারা এমনি চলে
জন্ম-মৃত্যুর এই সেতুবন্ধে...।
চল চলে এমনি ধারা মানবজমিতে
উর্বরা-অনুর্বরা ফলায় ফসল মানবজনমে
কে উঠে এল মানবভূমির ওপর নবরত্নে
চলে গেল অন্য কেউ মাটিরও তলে
প্রতিনিয়ত আসা-যাওয়ার এই খেলা
মাটির নৃত্যে ক্রন্দনে কে বোঝে এর মেলা।
জীবন দূর নীহারিকার আজব এক কল্পনার ফানুস
উড়তে উড়তে ফুরিয়ে যায় আয়ু
ধপাস করে পড়ে জমিনে মর্ত্যরে সমনে
এই খেল খেলা চলছে অবিরত
কী করি কোথায় যাই পরিত্রাণে
হাত-পা বাঁধা মাটির স্মরণে।
 

কমেন্ট বক্স