তুমি দেবী! মহাকালের দেবী,
অন্তত আমার দৃষ্টিতে!
আমি আনত নয়নে তোমায় দেখি,
দেবীর আয়ত চোখের দিকে
তাকাতে যে নেই!
তাই সবার অলখে আমি
আকণ্ঠ তৃষা নিয়ে তোমায় দেখি!
মুগ্ধতা আমার তোমার আনত নয়নে,
যে নয়ন শুধু সবার সৌন্দর্য দেখে
দুনিয়াকে চায় বদলে দিতে আমূলভাবেই।
কষ্ট পাও তুমি তোমার সব
প্রিয় থেকে প্রিয়তম জীবনের জন্য;-
তুমি আকুল হও ব্যথাতুর প্রতিটা
ছিন্নভিন্ন রক্তাক্ত হৃদয়ের জন্য!
এখানেই তুমি অনন্যা, অসাধারণ
সর্বাঙ্গে প্রিয়া আমার।
আমার আফসোস হয় এক সমুদ্র
যখনই ভাবি তুমি আমার শুধুই দেবী!
আমার অদেখা ভুবনের প্রেয়সীও নও।
ঝকঝকে রাতের রুপালি তারার মিছিল
দলে দলে মুখ লুকোয়;-
সেটাও তোমায় না পেয়ে কষ্টের ভিড়ে।
দেবী আমার,
তোমায় নমি: প্রতিক্ষণে,
ছায়ায়, কায়ায়, প্রতিমায়ায় জীবন হারায়,
আমি কেবলই ঈশান থেকে নৈঋত তক
তোমায় খুঁজি অন্তরমহল শুদ্ধির শুদ্ধতায়।
এসো তুমি শ্রাবণারায়,
এসো তুমি পবিত্রতায়
আনন্দলোকের মঙ্গলালোকে
ভরাও ভুবন জ্বলে ওঠার স্ফুলিঙ্গে।