Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

একুশের কবিতা

একুশের কবিতা
দলিলুর রহমান

এমন কেউ কি আছেন
আমার একটি কথা রাখবেন
আজ অমর একুশে ফেব্রুয়ারি
ফুলের তোড়া হাতে
ফুলের মালা হাতে, নগ্নপায়ে
খালি পায়ে শহীদ মিনারে গাইবে-
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশের গান।

ছবি ভিডিও রং-বেরঙের নানা দলের ভিড়
ক্লান্ত হয়ে ঘরে ফেরে ভুনা খিচুড়ি নিয়ে ব্যস্ত
দয়া করে একটু গ্রামের বাড়ি যাবেন
কিছু ছবি তুলবেন
ইটখোলা দিয়ে কতগুলো সরিষার ফুল ধ্বংস করা হয়েছে
কতগুলো ধানের ক্ষেত শেষ করা হয়েছে
কয়লার ধোঁয়ায় কতগুলো গ্রামে ছড়ানো হয়েছে বিষ
কেউ কোথাও আছেন আমার একটি কথা রাখবেন কি
গ্রামের দুটো ছেলেমেয়েকে
ইস্ট ওয়েস্টে ভর্তি করে দেবেন
কারণ ওরাও কথা বলতে চায় ইংরেজিতে।
অনেক ফুল জমা হয়েছে
অনেক পায়ের পাতার শব্দ
অনেক গান চারদিকে
প্রবাসে অনেক কর্মী জেলে
অনেকেই আটকা পড়েছে বর্ডারে
অনেকেই মরেছে নৌকা ডুবে
অনেকেই ঝাড়ু দিচ্ছে ঝিলমিল এয়ারপোর্টে
এদের শরীরের ঘামেই
গড়ে উঠেছে নতুন জমিদারি
এদের জন্য পাঠাবেন কি দুটো ফুলের তোড়া
দুটো কবিতা অথবা শুদ্ধ বাংলায় একটি চিঠি
কেউ কোথাও আছেন
বিজ্ঞানের একটি জার্নাল ভাষান্তরিত করে দেবেন বাংলায়
কয়েকজন ছাত্রছাত্রী জানতে চায়
কেমন করে আবিষ্কৃত হলো করোনার ভ্যাকসিন
কেমন করে শক্তিশালী হয়ে উঠছে লিকুইড ক্রিষ্টাল?

কমেন্ট বক্স