সুন্দর সম্পর্কের সূত্র বলে,
পেছনে যে তোমার নিন্দা করে
অন্যের কাছে মন্দ ছড়ায়
সাফল্যে তোমার জ্বলে ঈর্ষায়
ত্যাগ করো তাকে নির্দ্বিধায়।
তোমার বংশজাত বিষয়ে
যে এবং যারা কুৎসা রটিয়ে
অনেক কিছুই যার সত্য নয়
মিথ্যা তথ্যে মাত্রা বাড়ায়
তার সঙ্গ ত্যাগ অবলীলায়।
তোমার সম্প্রদায় ও ধর্মাত্মার
করে কটূক্তি আর অপপ্রচার
গায়ের রং দেখে যে করে বিচার
এ রকম যারা আছে আপনার
বন্ধুত্বের তালিকা থেকে করো বহিষ্কার
কাছে দূরের যত আত্মীয়রা
দীর্ঘ যোগাযোগহীন রয়েছে যারা
ধর্মীয় ও রাজনৈতিক নেতারা
আমাদের শুনিয়ে বাণী নিজেরা বয়রা
তাদেরকে করো সম্পর্ক ছাড়া।
এভাবে যদি তালিকা করি
বাদ পড়বে না কেউ মাইরি
ব্যস্ত সমাজ তার ওপর টেকনোলজি
ছাড়তে আর বাদ দিতে দিতে
কেউ থাকবে না তলানিতে।
 
                           
                           
                            
                       
     
  
 

 কামরুল হোসেন লিটু
 কামরুল হোসেন লিটু  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
