থ্রি সিস্টার্সের হাসিতে মুগ্ধ জাহাজের মাস্তুল,
মেফ্লাওয়ারের ছায়ায় ভুট্টা-মটর-স্কোয়াশ ফুল।
তাজা ফলের পাশে কমলা সুপের ধোঁয়া,
ওয়াম্পানোয়াগ ঐতিহ্যে রাঙ্গানো ছোঁয়া।
বাইসনের চামড়ায় খোদাই শিল্পের রূপ,
পালকের দুলে নাচে আনন্দের চুপ।
শতবর্ষের রেওয়াজে বাঁধা সংস্কৃতির ধারা,
প্রতিটি অলংকারে ইতিহাসের ইশারা।
ফসলের উৎসবে থ্যাঙ্কসগিভিংয়ের গান,
পরিবার-বন্ধুর ভোজে বাঁধা একতার প্রাণ।
জীবনের আশীর্বাদে জাগে কৃতজ্ঞতার বাণী,
দয়া আর উদারতায় প্রসারিত মনের টানই।
আলিঙ্গনে ভরে উঠুক পৃথিবীর কোল,
উৎসবের আনন্দে রঙিন ধরণীতল।
 
                           
                           
                            
                       
     
  
 

 আবু কাজী রুবেল
 আবু কাজী রুবেল  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
