Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বিজয় সূর্য

বিজয় সূর্য
সুজন দাশ

বিজয় এসেছে অনেক দুঃখ
কষ্টের তরী বেয়ে,
রক্ত লাশের বিষানো বাতাসে
শোকের সাগরে নেয়ে!

বিজয় এসেছে মায়ের অশ্রু
বোনের বেদনা ছুঁয়ে,
অপমান গ্লানি ক্ষতের শরীরে
লজ্জায় মাথা নুয়ে!

স্বামী হারানোর নিদারুণ ব্যথা
পিতা হারানোর শোকে,
বিজয় এসেছে উল্লাস বয়ে
সকলের মনোলোকে!

তিরিশ লক্ষ জীবনের দামে
দীর্ঘ ন’ মাস শেষে,
সাহসের কাছে হেরেছে পশুরা
পালিয়েছে অবশেষে।

পরাধীনতার শৃঙ্খল ভেঙে
বিজয় সূর্য হাসে,
বাঙালি মরে না প্রাণ দিতে জানে
দুর্জয় তেজে ভাসে!


গিয়েছিল তাঁরা আর ফেরেনি
মামুন জামিল

বিজয় যখন কড়া নাড়ছিল
বাংলার ঘরে ঘরে
হায়েনাদের চোখ ঠিক তখুনি
তাঁহাদের ওপর পড়ে!

বাঙালির মেধা শূন্য করার
‘পুণ্য’ স্বপ্ন দেখে
হত্যা গুমের জন্য তাঁদের
কৌশলে নেয় ডেকে!

শিক্ষক, কবি, লেখক, ডাক্তার,
তুখোড় সাংবাদিক
জাতির বিবেক, শ্রেষ্ঠ সন্তান
স্বজনের প্রাণাধিক!

গিয়েছিল তাঁরা আর ফেরেনি
বিজয় পেয়েছি ঠিকই
বাঙালির বুকে রয়েছে সে ক্ষত
জ্বলিতেছে ধিকিধিকি!

বিজয়ের আজ অর্ধশতে
স্বাধীন পতাকা ধরি
লাখো শহীদের আত্মত্যাগ
বিনম্র চিত্তে স্মরি!!

কমেন্ট বক্স