শরিফুজ্জামান পল
সূর্য ডুবে ছিল রক্তের ছায়ায়
ঘরে ছেড়েছিল মায়ের সন্তান,
বুলেট কলিজায় মাটির মায়ায়
যুদ্ধের শেষে শকুনের প্রস্থান।
বঙ্গবন্ধুর তর্জনীর মহাগর্জনে
মন দিয়ে স্বপ্ন দেখে জনতা,
অমূলক সব আশা-নিরাশা
কাঁধে রাইফেল, বুলেট ভরসা।
মা দিয়েছে কলিজা কেটে মাটিতে
ভোর হবে একদিন, স্বাধীন হবেই;
নয় মাসের একটি রাতের সংগ্রাম
ক্ষুধার্ত চোখ, রক্ত চাই রক্ত দেই।
শাপলা শালুক ডুবেছিল ফোটেনি ফুল
যুদ্ধের নদীর ছিল না কোনো কূল;
একটিই স্বপ্ন, চাই মানচিত্র;
জীবন দিয়ে ছিন্ন করেছি শত্রুমূল।
লাল-সবুজের শ্যামল দেশের
শহীদের রক্তের হবে না ক্ষয়;
জীবনের অস্তিত্ব শ্রেষ্ঠতম অর্জন
১৬ই ডিসেম্বর বাঙালির গর্ব আত্মার মুক্তি প্রাণের বিজয় ॥




