ফিরোজ হুমায়ুন
আমি বারবার ফিরে আসব তোমার কাছে স্মৃতি হয়ে,
ফিরে আসব কোনো এক বিষণ্ন দুপুরের নির্জনতায় তোমার কোলে।
ফিরে আসব নিষুতি রাতে শ্রাবণ মেঘের ধারা হয়ে তোমার চোখে,
ফিরে আসব পূর্ণিমার রাতে কাকডাকা জোছনা হয়ে।
ফিরে আসব তোমাদের আড্ডার দরজায় উঁকি দিতে,
ফিরে আসব রিক্ততার হাহাকারের দীর্ঘশ্বাস হয়ে।
ফিরে আসব স্মৃতির অ্যালবামে পড়া এক ফোঁটা অশ্রু হয়ে,
ফিরে আসব স্মৃতির ভিড় ঠেলে ক্লাউন হয়ে তোমাকে হাসাতে।




