রহমান আতাউর
ডিমের নাই কোনো গুণ!
ডিমের বাজারে তাই আগুন।
বাড়া ভাতে ছাই তব বাড়া ভাতে ছাই,
আণ্ডা বড় আক্রা আর রক্ষা নাই।
ডিমের দামে নাই যতি,
ডিম ফিরে পেয়েছে তার মূল্যগতি।
ডিম মূল্যের ঊর্ধ্বগতি ডিম মূল্যের অসংগতি।
আদেখলের নিরুপদ্রব ঘাঁটি
ডিম ভক্ষণে হতদরিদ্রের দাঁতকপাটি।
ভয়-তরাসে বাজারে গেনু,
ডিম্ব মূল্য তালিকা হেরনু।
শুনে ডিম্বের দর, গায়ে আসে চিন্তাজ্বর।
গায়ে লাগে ছেঁকা হলাম আমি ভ্যাবাচেকা।
উচ্চমূল্য দ্রুহে জনগণ পিষ্ট,
আমজনতা ক্লেশকিষ্ট।
ডিমের বাজার মহাগরম,
সরকার বলে, হয়নি তো চরম!
যদি জানিতাম-
মূল্যের ঊর্ধ্বগতি চিত্তির চিত্রাভাস
কাঁধে লয়ে ঘুরিতাম
মূল্যতালিকার পূর্বাভাস।
হলাম না হয় আজ অবুঝ,
চিন্তা-চেতনায় সমুজ।
এ’ যেন ওপেন সিক্রেট
বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট।
ভোক্তা অধিকার বলে, মূল্য নহে ঠিক
বর্ণচোরা বণিক বলে, এ’ মূল্য সঠিক।
আমি বলি, হাম্বা হাম্বা টিক-টিক-টিক-টিক।
না হয় অশন অশাশ্বত আণ্ডা,
আনো তবে ডান্ডা, করে দেব সব ঠান্ডা।