Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


ফুলের কাছে পাখির কাছে

ফুলের কাছে পাখির কাছে



 
সুজন দাশ

ফুলের কাছে পাখির কাছে আমার আছে ঋণ,
ওরা আমার বন্ধু সখা বাজায় প্রাণে বীণ!
রূপ দেখে হই আত্মভোলা,
ভাবের ঘরে জাগায় দোলা;
অনুভূতির তারে তারে দেয় করে মন লীন!
ফুল আমারে মুগ্ধতা দেয় দেখে জুড়াই প্রাণ,
ভালো লাগে বইলে বাতাস লাগলে নাকে ঘ্রাণ!
পবিত্রতার বুলায় পরশ,
মন করে দে’ সতেজ সরস;
হৃদয়কোণে দেয় বহিয়ে সুখের যেন বান।
পাখি ডেকে ঘুমটি ভাঙায় সকাল হলে এসে,
সুর শুনে সে’ মনটা যেন যায় আলোতে ভেসে!
মিষ্টিমধুর তাদের গানে,
ভালো লাগার ভাবটি আনে;
দেখে ওদের জুড়ায় আঁখি ভাসি সুরের দেশে।
ফুল ও পাখির কাছে আমি উদার হতে শিখি,
ভাবের ঘরে রোদের উমে কাব্যকথা লিখি!
ওরা আমার তুলির টানে,
দেয় ধরা বেশ রূপে-গানে;
দেয় তাতিয়ে ভাবের চুলো আলোর ঝিকিমিকি!

কমেন্ট বক্স