মো. আবু তাহের চৌধুরী
সব সাধনার বড় সাধন
করে আমার চাষি,
তাদের ফসল খেয়ে মোরা
বাঁচি এই দেশবাসী।
জীবনযুদ্ধে অগ্রসৈনিক
চাষবাসেতে থাকে,
ওদের শ্রম আর কষ্ট দিয়ে
মোদের ভালো রাখে।
দেশের সুখে লোকের ভুখে
জোগায় চাষি আহার,
শেষ হবে কি গুণগান বলে
কভু কখন তাহার।
দেশের বন্ধু দশের পরাণ
লাঙল টানে মাটি,
মাটির নিচে বীজ বুনিয়া
ফসল ফলায় খাঁটি।
আসো বন্ধু তাঁদের সেবায়
কিছু কর্ম করি,
স্বাস্থ্যসেবা ভালোবাসায়
সাহায্যের হাত ধরি ॥




