Thikana News
২৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

নেই যেন সেই সুর

নেই যেন সেই সুর
নন্দিনী মুস্তাফী

তুমি আমার ভেতরের বাহির চেনো,
তাই তো আমার বুকের ঘরে
চালাও কাঁচি, সকাল-বিকেল
বছর-যুগের হিসাব খুলে।

প্রবেশ করো অনায়াসে বুকের ঘরে
তিরতিরে সেই কাপন তুলে
নিপাট নিভাঁজ নিপীড়নের
মাত্রা দিয়ে বিবর্ণ এক মুঠো রঙের
এই সে ব্যথা আমারই নয়
তুমিও যে সমানতরো সমভাগী!

তোমার দেয়া অযুত-নিযুত প্রবঞ্চনা-
ভুলে গিয়ে চেয়ে দেখি দখিনায়নে
ওড়াও তুমি হৃদয়ঘুড়ি অন্য আকাশে,
এক পাশে সব রেখে দিয়ে এক লহমায়
হারাও তুমি, ভেরাও তরী যেথায় সেথায়।

ব্যথাগুলো আদর করে যত্নে রাখি,
বাক্সপেটরা, সিন্দুকে আর কলিজাজুড়ে,
তোমার দেয়া নেশার মতো প্রবঞ্চনায়
বুঁদ হয়ে পথ হারাই কেবল এলোমেলো।
 

কমেন্ট বক্স