লুৎফুর রহমান চৌধুরী
জীবন নামের ঐ রেলগাড়ি
চলছে ধীরে ধীরে,
খাতার হিসাব হয়নি দেখা
আজও পেছন ফিরে।
মনের মাঝে জমা রাখি
সবগুলো কথা,
বন্ধু আমার পাশে এসে
রাখে মানবতা।
শক্ত হাতে ধরে বন্ধু
রেখেছি যে তবে,
যেতে নাহি দেব বন্ধু
আপন হয়ে রবে।
মনের মতো মনটা নয় যে
পুতুল পুতুল খেলা,
ঐ চাদরে ভেসে বেড়ায়
ভালোবাসার ভেলা।
ফুটেছে ফুল শাপলা জলে
অনেক সুন্দর দেখি,
রূপে শাপলা অপরূপা
তাই তো কাব্য লেখি।
দরজায় এসে নক করেছে
পাশের বাড়ির মেয়ে,
চুপিচুপি চলে যাচ্ছে
অতীতের গান গেয়ে।




