Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


এবার সামরিক পদেও নিয়োগ পাবেন সৌদি নারীরা

এবার সামরিক পদেও নিয়োগ পাবেন সৌদি নারীরা ছবি : সংগৃহীত



 
পুরুষের পাশাপাশি নারীরাও এখন থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সামরিক খাতে চাকরির আবেদন করতে পারবেন সৌদি আরবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষের আবেদন করার সুযোগ দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সৌদি আরবের সরকারি গণমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ এপ্রিল পুরুষের পাশাপাশি নারীদের জন্যও বিভিন্ন সামরিক চাকরিতে আবেদনের পথ খোলা রয়েছে বলে ঘোষণা করে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আগ্রহী প্রার্থীরা জয়েন্ট মিলিটারি রিক্রুটমেন্ট কমান্ড ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে পারবেন। আবেদনকারী প্রার্থীর একটি উচ্চ বিদ্যালয় ডিপ্লোমা, একটি স্নাতক ডিগ্রি এবং একটি ডিপ্লোমা করা থাকলেই যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়, নারীদের সেনা, ল্যান্স করপোরাল, করপোরাল, সার্জেন্ট এবং স্টাফ সার্জেন্ট হিসাবে নিয়োগ করা হতে পারে।

এই পদক্ষেপটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ উদ্যোগের অধীনে আসে, যা বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরবের নারীদের এগিয়ে নিয়ে যাওয়া সংস্কারের প্রবর্তন করে। সৌদি আরব সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের একটি বিস্তৃত কর্মসূচির অংশ হিসেবে ২০১৯ সালে নারীদের সশস্ত্র বাহিনীতে যোগদানের অনুমতি দেয়। 


ঠিকানা/এম

কমেন্ট বক্স