Thikana News
০৬ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৬ জুলাই ২০২৪

মানুষ পশু

মানুষ পশু
কোমল দাস

তিনটি কুকুর পোষেন মালিক একটি পোষেন বাঁদর
আমিই ওদের খাবার খাওয়াই আমিই করি আদর,
স্বজনহারা স্বজন পেলাম এই দায়িত্ব পেয়ে
আমি হলাম ওনার বাসার ছোট্ট কাজের মেয়ে।

আমার হাতেই কুকুরগুলোকে মাংস খাওয়াই রোজ
প্রতিদিনই নানান ফলে বাঁদরকে দিই ভোজ,
একটু যদি মাংস বা ফল নিজের মুখে দিই
দেখলে মালিক আমার তবে রক্ষে যে আর নেই।

কানটা ধরে ধমকে বলেন বিঁধব মুখে সুই
কোন সাহসে ওদের খাবার তুললি মুখে তুই?
অবাক হয়ে তখন ভাবি মাংস খাবে কুকুর
নেই অধিকার সেটা খাবার আমার মতো খুকুর!

ফলগুলোও খাচ্ছে বাঁদর ভাবতে আসে জেদ
বুক ফেটে যায়! বলি বিধি এ কোন ভেদাভেদ?
এই কি জীবন নাকি বিধি একেই বলে ফানুস
বলো বিধি মালিকগুলো পশু নাকি মানুষ?

কমেন্ট বক্স