Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


৩১৯ বছরের পুরনো পত্রিকা উইনার জেইতুংয়ের প্রিন্ট সংস্করণ বন্ধ হচ্ছে

৩১৯ বছরের পুরনো পত্রিকা উইনার জেইতুংয়ের প্রিন্ট সংস্করণ বন্ধ হচ্ছে



 
অস্ট্রিয়ার ৩১৯ বছরের পুরনো পত্রিকা উইনার জেইতুংয়ের (ভিয়েনা টাইমস) দৈনিক প্রিন্ট সংস্করণ বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এরপর পত্রিকাটি পুরোপুরি অনলাইন ভার্সনে চলবে।

বৃহস্পতিবার দেশটির সংসদে এক ভোটাভুটির পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

এক প্রতিবেদনে ওয়াশিংটন টাইমস জানিয়েছে, হ্যাবসবার্গ সম্রাটদের অফিসিয়াল মুখপত্র হিসাবে ১৭০৩ সালে পত্রিকাটি প্রতিষ্ঠিত হয়েছিল। সে বছরের ৮ই আগস্ট পত্রিকাটির প্রথম সংখ্যা ছাপা হয়। সেসময় পত্রিকাটির নাম ছিল উইনারিশেস ডায়েরিয়াম।

১৭৮০ সালে পত্রিকাটির নাম দেয়া হয় উইনার জেইতুং। এরপর ১৮৫৭ সালে পত্রিকাটির মালিকানা অস্ট্রিয়ার কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, আগামী ১ জুলাই থেকে পত্রিকাটির দৈনিক ছাপানো বন্ধ হয়ে যাবে। যদিও তহবিলের উপর নির্ভর করে প্রতি বছর কমপক্ষে দশটি মুদ্রিত কাগজ থাকবে। আর সম্পূর্ণভাবে অনলাইনে চালানো হবে পত্রিকাটি।

ঠিকানা/এসআর
 

কমেন্ট বক্স