সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে স্থানীয়রা। ৫ নভেম্বর রোববার সন্ধ্যা সাতটার দিকে মাইকে ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তারা। এরপর রাত সাড়ে ১০টার দিকে আবারও হামলা চালানো হয় বলে জানান শিক্ষার্থীরা।
এর আগে গত ২৭ অক্টোবর ড্যাফোডিলের শিক্ষার্থী হাসিবুল ইসলাম অন্তরকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে খাগান এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে গত ২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান অন্তর। এ ঘটনায় মামলা দায়ের হলে মামলার আসামি রাহাতকে গ্রেপ্তার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলাম। বিক্ষোভের একপর্যায়ে হঠাৎ করেই স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে লাঠি, হকিস্টিক, দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। এরপর সাড়ে ১০টার দিকে পুনরায় তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ২ নম্বর হলের শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে। এতে ১০-১৫ জন শিক্ষার্থী আহন হন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী সাত দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ঠিকানা/এনআই