Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


মিয়ানমারের জলসীমায় মাছ ধরার অভিযোগে ১২২ জন আটক

মিয়ানমারের জলসীমায় মাছ ধরার অভিযোগে ১২২ জন আটক ছবি : সংগৃহীত



 
মিয়ানমারের জলসীমায় মাছ ধরার অভিযোগে নাফ নদীতে অভিযান চালিয়ে ১২২ জন মাঝি-মাল্লাকে আটক করেছে কোস্টগার্ড। ২৯ আগস্ট (শুক্রবার) সকালে নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত এই অভিযান চালায় বাহিনীটি। আটককৃতদের মধ্যে ২৯ জন স্থানীয় বাসিন্দা এবং ৯৩ জন রোহিঙ্গা।

কোস্টগার্ড গার্ড জানায়, শাহপরীর দ্বীপ থেকে কিছু ফিশিং বোট মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছে এমন তথ্যের ভিত্তিতে নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে ১৯টি ফিশিং বোটসহ ১২২ জনকে আটক করা হয়।

বাহিনিটি আরও জানায়, জলসীমা অতিক্রমের কারণে প্রায়ই বাংলাদেশি মাঝি-মাল্লাদের আরাকান আর্মি ধরে নিয়ে যায়। তাই জেলেদের সতর্ক ও সীমান্ত আইন রক্ষায় কোস্টগার্ড তৎপর রয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স