আকাশ রেলের পর এবার পাতাল রেল করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ৪ নভেম্বর (শনিবার) বিকালে মেট্রোরেলের সাভার থেকে ভাটারা অংশের কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় এ কথা জানান তিনি। এরপর দুপুর ২টা ৪১ মিনিটের দিকে মেট্রোরেলে আগারগাঁও থেকে যাত্রা শুরু করেন তিনি। এরপর মাত্র ২৫ মিনিটের মধ্যে ৩টা ৬ মিনিটে রেলের মতিঝিল প্রান্তে পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ণমাধ্যমকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী বলেন, জাতি আওয়ামী লীগের কাছে যা চায় তা পাবে। কারণ মানুষকে ভালো রাখাই আওয়ামী লীগের মূল লক্ষ্য। আগারগাঁও রেলস্টেশন থেকে ২০০ আমন্ত্রিত অতিথি ও সফরসঙ্গীদের নিয়ে মেট্রারেলে চড়েন প্রধানমন্ত্রী।
উদ্বোধনের পরদিন ৫ নভেম্বর থেকে এটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর মাধ্যমে এ অংশের মেট্রোরেল চলাচল শুরু হবে। স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট। মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চার ঘণ্টা ট্রেন চলাচল করবে। এর মধ্য দিয়ে মতিঝিল-উত্তরার যাত্রীদের দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ অবসান হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।
ঠিকানা/এম


ঠিকানা অনলাইন


