নাসরীন খান
তুমি আমার মনের কালিমা
দূর করো দয়াময় প্রভু
সরল পথে থাকি সদাই
বিপথে যেন না যাই কভু
আঁধার যত পথের সাথি
সঙ্গী না হয় দিবস রাতি
খোদা তোমারই দাসত্ব তরে
ভালোবাসা যত অন্তরে মোর
বিপদে আমায় রক্ষা করো
করিয়ো পরজীবন খুব মধুর
তোমাতে সুখ, তুমি সর্বজ্ঞাতা
তোমাতে অবনত আমার মাথা
সর্পদংশন আর আগুনে
দোজখের না পাই জ্বালা
কুফরি আর শিরকের
গলে না পরি তার মালা
মৃত্যুযন্ত্রণা দিয়ো না মোরে
মিনতি তোমায় করজোড়ে ॥




