Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

প্রয়োজনে প্রিয়জন

প্রয়োজনে প্রিয়জন
শ্যামল বণিক অঞ্জন

পুজো শেষে ফুলগুলো অপাঙ্্ক্তেয় হয়
প্রয়োজন ফুরালে কিছু প্রিয়জনের মতো।
রান্নার সুগন্ধে স্বাদে পরিপূর্ণ তৃপ্তির পরে;
মূল্যবান উপকরণকেও উচ্ছিষ্ট মনে হয়।

কৃতকার্য হয়ে কলম ছুড়ে ফেলে নির্দ্বিধায়
বর্ষার সঙ্গী ছাতাটা অবহেলায় পড়ে থাকে।
দুর্গন্ধ থেকে পরিত্রাণে সুগন্ধি পারফিউম;
ব্যবহার শেষে ছিটকে পড়ে ময়লার ঝুড়িতে।

প্রয়োজনে প্রিয়জন কখনো হয় না আপন
দেখেশুনে সর্বদা করো তাই জীবনযাপন।

কমেন্ট বক্স