Thikana News
০৬ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৬ জুলাই ২০২৪

বিভ্রম বিলাস

বিভ্রম বিলাস
আবু সেলিম রেজা


বিভ্রম বিলাস

আবু সেলিম রেজা

মাঝরাতে ধীরে ভেসে আসে কী যে! অস্ফুটে কানে শুনি,
সে কি শিশিরের ফোঁটা? নাকি পাখি পাখনার ঝাপটানি,
জানালায় ঢোকে বাউড়ি বাতাস; চেনা ঘ্রাণ আনে টানি,
পাতা টিপে টিপে শিল্পিত রূপে তোমার পায়ের ধ্বনি-

বাজে আঙিনায়; ঘুম ভেঙে যায়-আবেশে উতলা মন,
সে ঘ্রাণের টানে; বাতাসের গায়ে ত্বরিৎ অন্বেষণ-
করিÑকোন পথে সেই ধ্বনি বাজে; দেখি কেউ কোথা নেই,
সংবিৎ ফেরে; দূরে কেন খুঁজি, তুমি আছ হৃদয়েই!

তুমি চাদরের আদরের ভাঁজে; উত্তাপ বিলাসিতা,
এ দেহত্বকের প্রতিটি তিলের; সোহাগস্পর্শী মিতা!
তুমি রজনীর নীরবতা ঘেরা; ঘুম-ঘুম ছোঁয়া উম,
লাল গোলাপের দূরাগত ঘ্রাণ-গোলাপি ঠোঁটের চুম!

তুমি থাকা মানে; নাস্তানাবুদ-প্রমোদ অত্যাচারে,
জিতে জিতে পেতে পরাজয় সুখ-হারি তাই বারে বারে!
হাত নয়! যেন-পালকে মোড়ানো মোলায়েম দস্তানা,
ছোঁয়া নয়! যেন-মন হরণের গ্রেফতারি পরোয়ানা।

তুমি বলো না তো! কথা বলে ঐ চোখের সম্মোহন,
রাতের বিলাসী মাস্তি বিহারে; নেশার আমন্ত্রণ।
সেই বুনো ঘ্রাণে উতল হৃদয়; তার উত্তাপে কাঁপি,
মাকড়সা জালে আটকে যেমন প্রজাপতি দাপাদাপি-

করে; সেইমত কাঁপে অনুভূতি-কাঁপে দেহ কামনায়,
হাতে হাতড়াই; সেই ছোঁয়া পাই-ঘুমঘোর ভেঙে যায়।
দেখিÑফাঁকা রেখে খানিক শয্যা; খাটিয়ার এক কোণে,
অঘোরে ঘুমাও; আমার বালিশ জড়িয়ে আলিঙ্গনে।

চোখ রগড়াই; নাই, কেউ নাই! ঘরে কিবা আশপাশে,
সেই বিভ্রমে আমি বিব্রত, বালিশ খাটিয়া হাসে!

কমেন্ট বক্স