Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রীর মৃত্যু

অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রীর মৃত্যু ছবি : সংগৃহীত
হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়ালমের অন্তঃসত্ত্বা অভিনেত্রী ডা. প্রিয়ার মৃত্যু হয়েছে। ১ নভেম্বর (বুধবার) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী। অভিনেত্রীর বাইরেও তিনি একজন চিকিৎসক ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার নবজাতক সন্তান বর্তমানে আইসিইউতে রয়েছে৷ তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন অভিনেতা কিশোর সত্য। 

এক স্ট্যাটাসে তিনি লেখেন, আরও একটি অপ্রত্যাশিত অকালমৃত্যু মালয়ালম টেলিভিশন জগতে৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ডক্টর প্রিয়া৷ তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ তার নবজাতক সন্তান আইসিইউতে রয়েছে৷ প্রিয়ার মৃত্যু হলেও তার সন্তান ভূমিষ্ঠ করানো হয়েছে৷ গর্ভস্থ শিশুকে বাঁচাতে পেরেছেন চিকিৎসকরা। শিশুটিকে আপাতত রাখা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে। উল্লেখ্য, মালয়ালম টেলিভিশন ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ প্রিয়া। বিয়ের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক্তার প্রিয়া তিরুঅনন্তপুরমের পিআরএস হাসপাতালে কর্মরত ছিলেন। 


ঠিকানা/এম

কমেন্ট বক্স