নিউইয়র্কে বর্ণিল আয়োজনে অ্যাওয়ার্ড নাইট ২০২৫-এর আয়োজন করলো বাংলাদেশি-আমেরিকান রিয়েলটর অব নিউইয়র্ক- অ্যাবারনি। লং আইল্যান্ডের দ্য ওয়াটার ফ্রন্ট ভেন্যু শাতো লা মের-এ (Chateau La Mer) গত ২০ আগস্ট এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমকালো আয়োজনে রিয়েল এস্টেট সেক্টরে প্রতিষ্ঠিত এবং নিজ নিজ অঙ্গনে সেরা রিয়েলটদের হাতে সম্মাননা তুলে দেয় যুক্তরাষ্ট্রে রিয়েলটদের প্রাণের এই সংগঠন। এই আয়োজনে উপস্থিত ছিলেন নিউইয়র্কের স্বনামধন্য রিয়েলটর এবং তাদের পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই নানা বৈচিত্র্যময় আয়োজন করে আসছে বাংলাদেশি-আমেরিকান রিয়েলটর অব নিউইয়র্ক- অ্যাবারনি। বছরজুড়ে কফি আড্ডা, গেট টুগেদারসহ চমৎকার অনুষ্ঠান করে সংগঠনের সবার ভালোবাসা কুড়িয়েছে। সেই ধারাবাহিকতায় এবং এক আসাধারণ অ্যাওয়ার্ড নাইটের আয়োজন করা হয়।
বৃষ্টিস্নাত সন্ধ্যায় সবাই জড়ো হতে থাকেন সমুদ্র তীরবর্তী এই পার্টি হলে। পরিবার আর প্রিয়জনদের নিয়ে মনোমুগ্ধকর প্রাণবন্তু আড্ডায় মেতে ওঠেন। পাশাপাশি সুস্বাদু এপিটাইজার। পারিবারিক আবহে পুরো সন্ধ্যাটি যেনো উপভোগ্য হয়ে ওঠে সবার কাছে।
পরবর্তীতে আসে কাঙ্খিত অনুষ্ঠান। গুণীজনদের সম্মাননা দেয়ার মুহূর্ত। এর আগে সবাই জড়ো হতে থাকেন মূল অনুষ্ঠানস্থলে। এই পর্বটি সঞ্চালনা করেন অ্যাবারনির অন্যতম ডিরেক্টর সাব্বির আহমেদ ও ইমরান ভূঁইয়া।
এরপর শুভেচ্ছা বক্তব্য দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় সংগঠনের ফাউন্ডিং মেম্বার এবং প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান শাহীন। এ সময় তিনি সংগঠনের অর্জন এবং পথচলা নিয়ে কথা বলেন। হাঁটি হাঁটি পা পা করে অ্যাবারনি আজ একটি প্রতিষ্ঠিত সংগঠন। রিয়েলটরদের প্রাণের সংগঠন। সামনের দিনগুলোতে অ্যাবারনি আরো অনেক দূর এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সবার আকর্ষণ ছিলো অ্যাওয়ার্ড প্রদান পর্বের দিকে। এ পর্বটি পরিচালনা করেন অ্যাবারনির ডিরেক্টর নাদির খান এবং ডিরেক্টর নাজনিন মির্জা।
এই সময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রিয়েলটদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। এর মধ্যে অন্যতম ছিলেন জামান মজুমদার, সারোয়ার খান বাবু এবং আদান ইসলাম।
এছাড়া সম্মাননা দেয়া হয় সাব্বির আহমেদ, ইমরান ভূঁইয়া, কাজী হুসেইন, মোহাম্মদ করিম ও ইন্দ্রজিত সরকারকে।
অ্যাবারনির মত প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেয়ে নিজেদের ভালো লাগার কথা জানান রিয়েলটররা।
অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন অ্যাবারনির অন্যতম ডিরেক্টর, রিয়েল স্টেট আঙ্গিনায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব ফাউন্ডিং মেম্বার এবং সংগঠনের ট্রেজারার শাকিল আহমেদ। মাঝে মঞ্চে আমন্ত্রণ জানানো হয় সংগঠনের সব ডিরেক্টরকে। তারা সবাই নিজেদের পরিচয় তুলে ধরেন, যাদের মধ্যে ছিলেনÑ সাব্বির আহমেদ, ইমরান ভূঁইয়া, নাদির এ খান, নাজনিন মির্জা, শাকিল আহমেদ, মোহাম্মদ রহমান শাহীন, কাজী হুসেইন, কবির মুনশী ও হাসান ইমাম।
সম্মানিত স্পন্সরসহ অনেকেই মঞ্চে এসে অনুষ্ঠানকে করেছেন বর্ণিল। লং আইল্যান্ডসহ নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে রিয়েল এস্টেট সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে অ্যাবারনির এই অনুষ্ঠান যেনো একটি উৎসবে রূপ নেয়।
পরে গল্প আর পারিবারিক আবহে সবাই ডিনারে অংশ নিয়েছেন। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী নাজু আখন্দ। তিনি জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করেন। সব মিলিয়ে এক অসাধারণ রাত কাটিয়েছেন নিউইয়র্কের প্রতিষ্ঠিত রিয়েলটর এবং তাদের পরিবারের সদস্যরা।