Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
ঠিকানা প্রেজেন্টস ও পাওয়ার্ড বাই রিভার

প্রীতম-প্রতীকের দ্বিতীয় কনসার্টে উপচে পড়া ভিড়

প্রীতম-প্রতীকের দ্বিতীয় কনসার্টে উপচে পড়া ভিড়
নিউইয়র্কে প্রীতম ও প্রতীক হাসানের এ বছরের দ্বিতীয় ও শেষ লাইভ কনসার্ট ‘প্রিতম হাসান নাইট উইথ প্রতীক হাসান’ ব্যাপক সাফল্য পেয়েছে।  
২৩ আগস্ট শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের লং আইল্যান্ডের ওয়েস্টবুরিতে অনুষ্ঠিত কনসার্টে ছিল উপচেপড়া ভিড়। বহির্বিশ্বে সর্বাধিক জনপ্রিয় ও প্রাচীন পত্রিকা ‘ঠিকানা’ ও ‘রিভার’-এর প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত কনসার্টটি ছিল তারুণ্যনির্ভর। 
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে দর্শকের উদ্দেশে ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন বলেন, বিদেশের মাটিতে আমাদের বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে হবে। আমাদের শিল্পীরা এক্ষেত্রে বড় ভূমিকা রাখছেন। তাই আমাদেরও উচিত আমাদের দেশের শিল্পীদের পৃষ্ঠপোষকতা করা। অন্য দেশের শিল্পীরা কখনো আমাদের সংস্কৃতি তুলে ধরবেন না। 
তিনি আরো বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশি কমিউনিটি বিনির্মাণে কাজ করছে ঠিকানা। একইসঙ্গে বাংলা সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ঠিকানার সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।  
জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নোভার অনবদ্য উপস্থাপনায় মঞ্চে আসেন প্রতীক হাসান। তার গানে উপস্থিত দর্শকদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তিনি তার প্রয়াত বাবা খালিদ হাসান মিলুর জনপ্রিয় কিছু গান গেয়ে শোনান। একপর্যায়ে দর্শক সারিতে বসা জনপ্রিয় সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীনকে মঞ্চে আহ্বান করেন প্রতীক। এসময় তিনি তার বাবার একটি গানে রিজিয়া পারভীনকে গাইতে অনুরোধ করেন। এসময় রিজিয়া পারভীন বলেন, আমি প্রতীকের বাবার সঙ্গে গেয়েছি। প্রতীকের সঙ্গে গেয়েছি। ভবিষ্যতে হয়তো প্রতীকের সন্তানের সঙ্গেও গাইবো। 
বড় ভাইয়ের পর মঞ্চে আসেন ছোট ভাই প্রীতম হাসান। বাংলাদেশের তরুণ প্রজন্মের ক্রেজ প্রীতম হাসান মঞ্চে আসার সঙ্গে সঙ্গে দর্শকেরা ব্যাপক করতালি দিয়ে তাকে স্বাগত জানান। দর্শকদের বাঁধভাঙা জোয়ারে নিজেকে বিলিয়ে দেন তিনি। দর্শকরা নেচে গেয়ে প্রীতম হাসানকে বরণ করে নেন। 
প্রীতম ও প্রতীকের কনসার্টের মূল স্পন্সর ‘রিভার’-এর ফাউন্ডার ও সিইও রুহিন হোসেন এবং দেশি এন্টারটেইনমেন্টের কর্ণধার জামান মনির অনুষ্ঠানের একফাঁকে মঞ্চে এসে শুভেচ্ছা বক্তব্য দেন। এসময় রিভার-এর কো-ফাউন্ডার ও সিওও ইয়াসির আরাফাত এবং ঠিকানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সিওও মুশরাত শাহীন অনুভা উপস্থিত ছিলেন।  
এদিকে কনসার্টে বিশেষ পর্বে প্রীতম ও প্রতীকের সঙ্গে মঞ্চে সঙ্গীত পরিবেশন করে দর্শকদের তাক লাগিয়ে দেন রিভার-এর সিইও রুহিন হোসেন। 
আয়োজক প্রতিষ্ঠান দেশি মিউজিক এন্টারটেইনমেন্টের কর্ণধার জামান মনির দ্বিতীয় কনসার্ট সফল হওয়ায় নিউইয়র্কের দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 
জামান মনির ঠিকানাকে জানান, প্রিতম হাসান যুক্তরাষ্ট্রে মোট ২৭টি শো করবেন। এরমধ্যে ২২টি ইতিমধ্যে সফলভাবে শেষ হয়েছে। নিউইয়র্কে ছিল তার দ্বিতীয় ও শেষ শো। এরপর শো করবেন জর্জিয়ার আটলান্টায় ফোবানা সম্মেলনে। ১৫ সেপ্টেম্বর কানেকটিকাটে হবে এ বছরের শেষ কনসার্ট। এরপর ফিরে যাবেন মাতৃভূমি বাংলাদেশে।  
 

কমেন্ট বক্স