Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

বিদেশি নাগরিকদের সুদান থেকে সরিয়ে নেয়া হচ্ছে

বিদেশি নাগরিকদের সুদান থেকে সরিয়ে নেয়া হচ্ছে ছবি : সংগৃহীত
বিদেশি নাগরিকদের উত্তপ্ত সুদান থেকে সরিয়ে নেয়া হচ্ছে। এরইমধ্যে ৬টি বিমানে মার্কিন কূটনীতিক ও তাদের পরিবার সদস্যদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার সকালে সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ এ তথ্য নিশ্চিত করে। এদিকে লোহিত সাগরের বন্দর দিয়ে বিভিন্ন মিশনের ১৫০ জনেরও বেশি মানুষকে নিরাপদে সৌদি আরবে সরিয়ে নেওয়া হয়েছে। এরমধ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর, তিউনিশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। 

গেল ১৫ এপ্রিল ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের জেরে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে ৪শ’রও বেশি মানুষ। লড়াই শুরু হওয়ার পর থেকেই সুদান থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় ওইসব পরিকল্পনা ভেস্তে যায়।



ঠিকানা/এম

কমেন্ট বক্স